আবেগ নিয়ন্ত্রণ ও মানসিক চাপ মোকাবেলার কৌশল
বর্তমান ব্যস্ত জীবনে মানসিক চাপ ও আবেগজনিত সমস্যা আমাদের নিত্যসঙ্গী হয়ে দাঁড়িয়েছে ।পরিবার,পড়াশোনা,চাকরি কিংবা সম্পর্ক__ প্রতিটি ক্ষেত্রেই আমরা নানা ধরনের চাপে থাকি।আবেগ নিয়ন্ত্রণ করতে না পারলে সেই চাপ আরও বেড়ে যায়,যার প্রভাব পড়ে আমাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যে। চাপ মোকাবেলার কৌশল জানা অত্যান্ত জরুরি।
আত্মচিন্তা ও নিজের আবেগ চেনা
আবেগ নিয়ন্ত্রণের প্রথম ধাপ ধাপ হলো নিজের আবেগকে বুঝতে শেখা।রাগ , দুঃখ, হতাশা বা উদ্বেগ __এই অনুভূতিগুলো কখন ,কেন ,কিভাবে তৈরি হচ্ছে টা জানা জরুরি।প্রতিদিন কমপক্ষে ১০-১৫ মিনিট সময় নিয়ে নিজের অনুভূতির ডায়েরি লিখলে নিজেকে বুঝতে অনেকটা সাহায্য পাওয়া যায়।
গভীর শ্বাস-প্রশ্বাস ও মেডিটেশন
গভীরভাবে শ্বাস নেওয়া মানসিক চাপ কমাতে অত্যান্ত কার্যকর।প্রতিদিন সকালে মাত্র ৫-১০ মিনিট সময় নিয়ে ধীরে ধীরে নাক দিয়ে শ্বাস নিয়ে মুখ দিয়ে ছেড়ে দেওয়ার অভ্যাস করুন।এর সঙ্গে যোগ করুন মেডিটেশন বা ধ্যান। এটি মনকে শান্ত করে এবং আবেগের উপর নিয়ন্ত্রণ বৃদ্ধি করে।
সময় ব্যবস্থাপনা ও বাস্তব পরিকল্পনা
অনেক সময় কাজের চাপে আবেগ অনিয়ন্ত্রিত হয়ে পড়ে। এজন্য প্রতিদিনের কাজের জন্য একটি সহজ,বাস্তবসম্মত রুটিন তৈরি করুন।কাজের তালিকা তৈরি করলে অপ্রয়োজনীয় চাপ এড়ানো যায়।একসাথে অনেক কিছু করার চেষ্টা না করে এক সময় এক কাজ করুন।
স্বাস্থ্যকর জীবনযাপন
সুষম খাদ্য,পর্যাপ্ত ঘুম এবং নিয়মিত ব্যায়াম আবেগ ও চাপ নিয়ন্ত্রণের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।অতিরিক্ত জাঙ্কফুড ,ক্যাফেইন ও আমাদের অনিদ্রা মানসিক অবসাদ বাড়ায়।দিনে অন্তত ৭-৮ ঘণ্টা ঘুম এবং সপ্তাহে অন্তত ৩দিন ৩০মিনিট করে হাঁটা বা হালকা ব্যায়াম মানসিক ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে।
নিকটজনের সঙ্গে খোলামেলা কথা বলা
মন খারাপ বা অতিরিক্ত চাপের সময় বিশ্বাসযোগ্য কারো সঙ্গে খোলামেলা কথা বলুন।এটি শুধু মানসিক ভার হালকা করে না,অনেক সময় সমাধানের পথও খুলে দেয়।পরিবার,বন্ধু বা কাউন্সেলরের সহায়তা নিন,দরকার হলে প্রফেশনাল থেরাপিস্টের সাহায্য নিতে দ্বিধা করবেন না।
আত্মবিশ্বাস ও ইতিবাচক মানসিকতা
নিজের উপর বিশ্বাস রাখা এবং সব পরিস্থিতিকে ইতিবাচকভাবে দেখা মানসিক চাপ কমাতে দারুণ ভূমিকা রাখে।ব্যর্থতা বা নেতিবাচক ঘটনা থেকে শিক্ষা নিয়ে সামনে এগোনোই আসলে সফলতা।প্রতিদিন সকালে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের জন্য একটি পজিটিভ কথা বলুন __"আমি পারি","আমি যথেষ্ট"__এটি আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করে।
আমার ভাবনার কিছু চিহ্ন
আবেগ নিয়ন্ত্রণ ও মানসিক চাপ মোকাবেলার কোন একদিনে শেখা যায় না।এটি একটি নিয়মিত চর্চার বিষয়। ধৈর্য,আত্মজ্ঞান ও স্বাস্থ্যকর অভ্যাস_এই তিনটি বিষয়কে নিজের জীবনে যুক্ত করতে পারলে ধীরে ধীরে আপনি হয়ে উঠবেন আরও আত্মবিশ্বাসী ও মানসিকভাবে স্থিতিশীল একজন মানুষ। আপনার মানসিক স্বাস্থ্যই আপনার জীবনের ভিত্তি_তাইকে অবহেলা না করে গুরুত্ব দিন। "আপনার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করি"
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url